বঙ্গ

বিএসএফের ‘অনুপ্রবেশ’, মানবে না তৃণমূল

প্রতিবেদন : বিএসএফের সীমানা বৃদ্ধি মানবে না তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা যখন সীমান্ত নিয়ে বৈঠক করতে কলকাতায়, তখন কোচবিহারের সিতাইয়ে বিএসএফের গুলিতে ৩ জনের মৃত্যুতে পরিস্থিতি উত্তপ্ত। অন্যদিকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, ৫০ কিলোমিটার অবধি বিএসএফকে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। এটা পার্টির সিদ্ধান্ত। এটা স্বাধিকারের প্রশ্ন। রাজ্যের মধ্যে এটা আসলে কেন্দ্রের অনুপ্রবেশ। সংসদের অধিবেশন শুরুর দিন থেকেই আমরা প্রতিবাদ করব। প্রয়োজনে পার্লামেন্ট অচল হবে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে।
শুধু সংসদে নয়, রাজ্য বিধানসভাতেও প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ১৮৫ ধারায় প্রস্তাব গৃহীত হয়েছে। আলোচনা হবে এবং প্রস্তাব পাশ করা হবে। পাঞ্জাবের পর বাংলা হবে দ্বিতীয় রাজ্য, যারা বিএসএফের এলাকাবৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাশ করবে।

সীমান্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বৈঠক করতে শুক্রবার কলকাতায় আসেন। তিনি যখন বৈঠক করছেন, তখন বিএসএফের বিরুদ্ধে ক্ষিপ্ত কোচবিহারবাসী। অভিযোগ, কোনওরকম প্ররোচনা ছাড়াই সিতাইয়ের চামটা গ্রামে গুলি চালায় বিএসএফ। তিনজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন কোচবিহারের বাসিন্দা। নিরীহ গ্রামবাসীর মৃত্যু নিয়ে এলাকা উত্তপ্ত। বিএসএফের দাবি, গরু পাচারে বাধা পেয়ে নাকি হ্যান্ড গ্রেনেড ছুড়েছিল অভিযুক্তরা। যদিও তার প্রমাণ মেলেনি। ক্ষুব্ধ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর অভিযোগ— ১. কাঁটাতার দেওয়া রয়েছে। তাহলে বাংলাদেশিরা ঢোকে কী করে?

আরও পড়ুন : Jagaddhatri puja : রাজ্যবাসীকে অভিনন্দন বার্তা জানালেন মুখ্যমন্ত্রী

যার অর্থ বিএসএফ-ই তাদের ঢুকতে সাহায্য করেছে। ২. গুলি যদি একান্ত চালাতে হয়, তার আগে কেন রাবার বুলেট চালানো হয়নি? ৩. গুলি শরীরের নিচে মারার কথা। তাহলে বুকে কেন মারা হল? ৪. আসলে এই মৃত্যুর পিছনে রয়েছে বিএসএফের বখরা। বখরায় গণ্ডগোল হলেই গুলি চলে। এখানেও তেমনই ঘটনা ঘটতে বাধ্য।

হিডকো ভবনে এদিন দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, সীমান্তের দশ জেলার জেলা শাসকদের সঙ্গে। সেই বৈঠকে সীমান্তে চেকপোস্ট নিয়ে কেন্দ্র ভুল হিসাব দাখিল করলে তা ঠিক করে দেন। কিছু জেলার নাম ভুল ছিল। চেক পোস্ট ছাড়াও আলোচনা হয় কাঁটা তারের বেড়া লাগানো নিয়ে। এছাড়া স্থলবন্দর তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়। নেপাল, ভূটান, বাংলাদেশ সীমান্তে মোট ৭টি স্থলবন্দর তৈরি হবে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago