প্রতিবেদন : দেশের আর্থিক পরিস্থিতি এবং কাজের বাজার নাকি আগের চেয়ে ভাল। তাই গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এই গরিব বিরোধী মানসিকতা থেকে ৩০ নভেম্বরের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে মোদি সরকার। কেন্দ্রের এই পরিকল্পনা সামনে আসার পরই তীব্র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেছেন, এই সিদ্ধান্ত দেশের গরিবদের দুর্ভিক্ষের মুখে ঠেলে দেবে। মোদি সরকার কতটা গরিব বিরোধী, তা দেশের মানুষের বুঝতে বাকি নেই। অথচ বন্ধু কর্পোরেট সংস্থা ও শিল্পপতিদের ঢালাও ছাড় দিচ্ছে এই সরকার। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে যখন সাধারণ মানুষ নাজেহাল, তখন গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলে তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করবে।
আরও পড়ুন : অপশাসনে দেশের শীর্ষে যোগীরাজ্য
২০২০ সালে করোনা অতিমারিতে বহু মানুষ তাঁদের কাজ হারিয়েছিলেন। তখনই বিনামূল্যে রেশন প্রকল্প ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ চালু করেছিল কেন্দ্র। লকডাউনের সময় বিনামূল্যে পাওয়া চাল, গম, ছোলা বহু শ্রমিক পরিবার তথা দুঃস্থ মানুষের মুখে অন্ন জুগিয়েছে। কিন্তু মোদি সরকার এখন মনে করছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালিয়ে যাওয়ার আর কোনও যুক্তি থাকতে পারে না। কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। যদিও পশ্চিমবঙ্গ সরকার গরিবদের প্রকল্প চালু রাখতে চায়।