সংবাদদাতা, ঝাড়গ্রাম : কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইকে দলদাসে পরিণত করার প্রতিবাদ জানাল তৃণমূল। সোমবার ঝাড়গ্রাম শহরে হল এই প্রতিবাদ কর্মসূচি। এদিন মিছিল এবং পথসভা করল জেলা তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম শহরে এই প্রতিবাদ কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল-ডিজেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন-মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল
ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত হয় দীর্ঘ মিছিল। এরপর ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে হয় পথসভা। বিগত বেশ কিছুদিন ধরেই জেলার বিভিন্ন ব্লকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল এই ধরনের কর্মসূচি করেছে। এবার জেলা সদরে হল একই কর্মসূচি। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাত প্রমুখ।