প্রতিবেদন :ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডি সন্জয় মিশ্র সোশ্যাল মিডিয়া য় ক্রমাগত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিপুর্ণ মন্তব্য করে চলেছেন। এটা মেনে নেওয়া যায়না। একজন সরকারি অফিসার হয়ে কিভাবে একজন মুখ্য মন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে পারেন তা বিষ্ময়কর। সোমবার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরার তৃনমুল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন : কালীপুজো-ছটপুজোয় থাকছে না নাইট কার্ফু: মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিকভাবে ত্রিপুরায় প্রতিদিন জমি হারাচ্ছে বিজেপি। চলতি মাসেই পুরভোট। তার আগে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকদিন বিজেপি-সিপিএম-কংগ্রেস থেকে নেতা-কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন দলে। এতে ভয় বাড়ছে বিজেপির। এমনিতেই ত্রিপুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। কর্মসংস্থান নেই, শিল্প নেই। শধুই গেরুয়া রাজ। সন্ত্রাস।বিপ্লব দেব নিজেই আইন-আদালত নিয়ে ছিনিমিনি খেলেন। সেখানে তাঁর ওএসডি যে তাঁর বসকে দেখে অনুপ্রাণিত হবেন এ আর কি এমন। ত্রিপুরার তৃনমুল কংগ্রেস এর তীব্র নিন্দা করেছেন।