সংবাদদাতা, হাওড়া: ‘অভিষেকের দূত’ হিসেবে আমতার বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের পাশে হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা (TMC)। তুলে দিলেন ত্রাণসামগ্রী। এদিন ত্রাণ বণ্টনের নেতৃত্বে ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র। সঙ্গে ছিলেন হাওড়া জেলা(গ্রামীণ) তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ দলের আরও অনেকে।
আরও পড়ুন-ফরাক্কা : পড়ে রইল বগি, এগিয়ে গেল মালগাড়ি
আজ, রবিবার ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট আমতার বন্যা কবলিত নিশ্চিন্তপুর গ্রামে কৈলাশ মিশ্রর নেতৃত্বে পৌঁছে যান হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। হাওড়া সদর ও গ্রামীণের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সেখানে ছিলেন বিধায়ক সুকান্ত পালও। প্রায় এক কোমর জমা জলে দঁড়িয়ে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ‘অভিষেকের দূত’রা। এলাকার কয়েক হাজার মানুষের হাতে জলের বোতল, বিভিন্ন শুকনো খাবার, ওষুধপত্র প্রভৃতি তুলে দেন তাঁরা।
আরও পড়ুন-যোগীরাজ্যে হোটেলে ডেকে ধর্ষণ অষ্টাদশীকে
হাওড়া জেলা(সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র এই মর্মে জানান, ‘অভিষেকের দূত হিসেবে আমরা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছি। জলভাসি মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা সবসময় থাকবেন। তাঁদের যখন যা দরকার হবে আমরা তৎক্ষণাৎ তাঁদের হাতে তা তুলে দেব। এর জন্য আমরা দুর্গত মানুষদের দিকে সবসময় নজর রাখব। আমাদের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে থাকি। বাংলার মানুষকে বিপদে ফেলতেই কেন্দ্রের বিজেপি সরকার ডিভিসির জল ছেড়েছে। ডিভিসির ওই ছাড়া জলেই বাংলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির জলে নয়, ডিভিসির ছাড়া জলেই এই অবস্থা। তবে যতই বাংলাকে বিপদে ফেলতে ওরা চক্রান্ত করুক সফল হবে না। অভিষেকের দূত হিসেবে আমরা হাওড়ার যুব তৃণমূলের সমস্ত কর্মীরা এক হয়ে মানুষের পাশে থেকে সাহায্য করে যাব।’
যুব তৃণমূল কর্মীদের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করছেন হাওড়ার মানুষ। হাওড়া জেলা(গ্রামীণ) দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘দুর্গত মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে আমরা সবসময় থাকছি। আমরা আবার জলভাসি মানুষদের হাতে এইভাবেই আগামীদিনে আরও ত্রাণসামগ্রী তুলে দেব।’