নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সংসদের (Parliament- TMC) ভিতরে ও বাইরে সাধারণ মানুষের সমস্যা নিয়ে লাগাতার কর্মসূচি নেওয়া হবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল (Parliament- TMC)। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ সাত দফা দাবিতে মঙ্গলবার সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির তলায় বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। ডেরেক ও’ব্রায়েন, ডাঃ শান্তনু সেন-সহ দলীয় সাংসদরা বলেন, শতাব্দীর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে এই মোদি জমানায়। এলআইসি, এসবিআইয়ের মতো প্রথম সারির রাষ্ট্রায়ত্ত সংস্থার পুঁজিকে মোদি ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থার লাভের জন্য ব্যবহার করা হয়েছে। আদানিদের কেলেঙ্কারি সামনে আসার পর তা থেকে বন্ধু শিল্পপতিকে বাঁচাতে নানারকম কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। আদানি ইস্যুতে সংসদে আলোচনা থেকে পালাতে বিরোধী শিবিরকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই আমলে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার ৪০০ শতাংশ বেড়েছে। পরিকল্পনা করে বিরোধী নেতাদের বাড়িতে হানা দিচ্ছে এজেন্সি।
আরও পড়ুন: অন্য রাজ্য পিছনে, ঋণ কমছে বাংলার