শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে-বাইরে, লোকসভা-রাজ্যসভায় মোদি সরকারকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেস (TMC_Parliament)। এসআইআর, বাংলা-বাঙালির উপর অত্যাচার, মনরেগা-সহ নানা ইস্যুতে সুর চড়াচ্ছেন দলের সাংসদরা। সোমবারও সংসদ চত্বরে মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদরা ক্ষোভ উগরে দিলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে দিলেন স্লোগানও।
তৃণমূল সাংসদদের (TMC_Parliament) হাতে যে প্ল্যাকার্ডগুলি রয়েছে সেগুলিতে লেখা- ১০০ দিনের কাজের পাওনা ৫২ হাজার টাকা, বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চিত করছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ, ডেরেক ও’ব্রায়েন, রচনা বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, প্রতিমা মণ্ডল, বাপি হালদার, সৌগত রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, সুস্মিতা দেব, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্যরা।
আরও পড়ুন-ইন্ডিগো দুর্ভোগের সপ্তম দিন: বাতিল ৩৫০ বিমান
জাতীয় গীত ‘বন্দে মাতরম’ নিয়ে সোমবার থেকে সংসদে শুরু বিশেষ আলোচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট এই স্তোত্রের ১৫০ বছর পূর্তিতে কেন্দ্রের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনে এই পদক্ষেপ। সোমবার সংসদের উভয়কক্ষে আলোচনায় অংশ নেবেন প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাই। তবে এনিয়ে আলোচনা শুরুর আগে সংসদ ভবনের বাইরে নিজেদের বকেয়া মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। বন্দেমাতরমের আলোচনায় তৃণমূলের বক্তা তথা দলের লোকসভার মুখ্যসচেতক কাকলি ঘোষদস্তিদার তৈরি বিজেপি সরকারকে চেপে ধরার জন্য। তৃণমূলের পক্ষে মহুয়া মৈত্রকেও দল বক্তার তালিকায় রেখেছে। আগামী কাল রাজ্যসভায় তৃণমূলের এই বিশেষ আলোচনায় বক্তা সুখেন্দুশেখর রায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

