কাল কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলায় প্রতিবাদ-মিছিল

তৃণমূল ছাত্র-যুব

Must read

প্রতিবেদন : বিজেপি-সিপিএমের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী কাল বুধবার প্রতিবাদে পথে নামছে দলের ছাত্র-যুবরা। কাল ৯ এপ্রিল বুধবার কলকাতায় ও ১১ এপ্রিল শুক্রবার গোটা রাজ্যের সব জেলা-ব্লক-ওয়ার্ড ও টাউনে প্রতিবাদ-মিছিল করবে তৃণমূল ছাত্র ও যুবরা। কাল বেলা ৩টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। আজ মঙ্গলবার এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক হয় তৃণমূল ভবনে। যুব সভানেত্রী সায়নী ঘোষ ও টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্র-যুবদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারেন। দলের নির্দেশে এই বিশাল প্রতিবাদ কর্মসূচি পালনের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে সার্কুলার যায় ছাত্র-যুব নেতৃত্বের কাছে। বিজেপি-সিপিএমের চক্রান্ত-ষড়যন্ত্রের ফলে চাকরিহারা হয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক–শিক্ষাকর্মী। প্রতিবাদে গর্জে উঠেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলার জন্যই বিজেপি-সিপিএমের মিলিত চক্রান্তে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন। ২০২৬-এর নির্বাচনের আগে বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি-সিপিএম। চাকরিহারাদের আশ্বস্ত করতে সোমবার নেতাজি ইনডোরে সভাও করলেন। কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্র ও নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন: বিধানসভায় পাশ হওয়া বিল ফেলে রাখতে পারেন না, রাজ্যপালকে এক্তিয়ার মনে করাল শীর্ষ আদালত

Latest article