পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় রাস্তায় মিছিল তৃণমূল কংগ্রেসের

Must read

ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ত্রিপুরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন সকালে আগরতলায় দলের ক্যাম্প অফিস থেকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হয়। শহরের গণরাজ চৌমুহনীতে গিয়ে মিছিল আবার ফিরে আসে ক্যাম্প অফিসে।

আরও পড়ুন-কাটোয়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে। গ্যাসের দাম কমাতে হবে। যেভাবে দাম বড়ানো হয়েছে মানুষ সংসার চালাবে কি করে। এর সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিজেপি সরকার জিএসটি নিয়ে ছিনিমিনি খেলছে। সংখ্যার জাগলারি করছে। তৃণমূল কংগ্রেস দাম কমাতে যে বিকল্প প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার তা মানলে এই পরিস্থিতি তৈরি হত না। তাই তৃণমূল কংগ্রেস বাধ্য হয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। দাম না কমা পর্যন্ত প্রতিবাদ চলবে।

আরও পড়ুন-গ্রন্থাগারের জগতে

ত্রিপুরায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। তাও ত্রখানকার মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নগামী। বেকারের সংখ্যা বাড়ছে। ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে। কাজ করেনি কিছুই। পু্লিশ-প্রশাসন দলদাসে পরিনত হয়েছে। এই পরিস্থিতিতে একমাত্র তৃনমুল কংগ্রেস ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদে রাস্তায় থকার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Latest article