TMC : শিলিগুড়িতে জনসংযোগ

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রার্থী তালিকা প্রকাশের পরই জনসংযোগ শুরু করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীরা। শিলিগুড়ি কর্পোরেশনের (Siliguri Corporation) ৪৭ ওয়ার্ডে নির্বাচন আগামী ২২ জানুয়ারি। হাতে সময় মাত্র কুড়ি দিন। তাই সময় নষ্ট না করে শুক্রবার ভোর থেকেই জনসংযোগ শুরু করেছেন প্রার্থীরা। এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে কথা বলেন তাঁরা। বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে কোভিড বিধি মেনে ফ্লেক্স, ব্যানার নিয়ে শুরু হয়েছে জনসংযোগ।

আরও পড়ুন: Trinamool Congress: পাহাড়ে শক্তি হারাচ্ছে মোর্চা

আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেসের (TMC) আইনজীবী সেল। প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb) ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন। জনসংযোগের বিষয়ে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘‘আমি নিজে প্রতিটি ওয়ার্ডে প্রার্থীর সঙ্গে থাকব।’’ প্রার্থী তালিকা প্রকাশের পর প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার জনসংযোগে বেরিয়ে পড়েন। সেরে ফেলেন পরিচয় পর্ব। শিলিগুড়ির যুব আইকন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কুন্তল নায়ক তাঁর ওয়ার্ড ২১ নম্বরে সকালেই বেরিয়ে পড়েন জনসংযোগে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দার্জিলিং জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তীও এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড থেকে। তিনিও প্রচার শুরু করলেন।

Latest article