বিজেপি-আশ্রিত অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চেয়ে মহামিছিল

Must read

সংবাদদাতা, কাঁথি : কেন্দ্র তথা বিজেপি (BJP Bengal) সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে এবার সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। বেছে বেছে কেন্ত্রীয় সংস্থা সিবিআই ও ইডি দিয়ে তৃণমূল সাংসদ, মন্ত্রী ও নেতাদের মিথ্যে মামলায় হয়রান করা হচ্ছে। অথচ সারদা ও নারদা কাণ্ডে অভিযুক্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের আশ্রিত নেতাদের গায়ে আঁচড় লাগছে না। বিরোধী দলনেতা–সহ বিজেপি–আশ্রিত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে নিরপেক্ষ সিবিআই তদন্ত ও গ্রেফতারের দাবিতে মহামিছিল হল কাঁথিতে। সোমবার বিকেলে মিছিল শুরু হয় বিরোধী দলনেতার (BJP Bengal) পাড়া থেকেই। আউটডোর মোড় থেকে মিছিল বেরিয়ে মূল মিছিলের সঙ্গে যোগ দেয়। শেষ হয় কাঁথি–মেচেদা বাইপাস মোড়ে। এখানে পথসভা কার্যত পরিণত হয় জনসমুদ্রে। প্রধান বক্তা অখিল গিরি (Akhil Giri) বলেন, ‘‘সারদাকর্তা সুদীপ্ত সেন বিরোধী দলনেতার সব কীর্তি ফাঁস করে দিয়েছেন। নারদা ও রোজভ্যালি কাণ্ডে তিনি অন্যতম অভিযুক্ত। তিনটি কোঅপারেটিভ ব্যাঙ্কে চাকরির নামে টাকা নেওয়া, সেচ দফতরে অবৈধ নিয়োগের অভিযোগও আছে। এরপরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অবিলম্বে ওকে সিবিআই গ্রেফতার করুক।’’ বিধায়ক তরুণকুমার মাইতির সভাপতিত্বে সভায় বক্তা ছিলেন তন্ময় ঘোষ, সুপ্রকাশ গিরি, জ্যোতির্ময় কর, উত্তম বারিক প্রমুখ।

Latest article