সংবাদদাতা, চন্দ্রকোনা : গদ্দারের মিথ্যাচারের প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল (TMC Rally)। প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি জানিয়ে দিল বিজেপি বাংলা থেকে মুছে যাবে। বুধবার দুপুরে চন্দ্রকোনায় হল প্রতিবাদ-মিছিল। নেতৃত্ব দেন তৃণমূল (TMC Rally) আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য। মিছিলে পা মেলাতে মেলাতেই দেবাংশু বলেন, বিজেপি যেভাবে গোটা রাজ্যকে অশান্ত করে তুলছে তারই প্রতিবাদে তৃণমূল দলের— আমরা সৈনিকেরা আজ পথে নেমেছি। পাশাপাশি দলবদলু অধিকারীর কনভয়ে হামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদে এই প্রতিবাদ-মিছিল সংঘটিত হয়। চন্দ্রকোনা রোডের সাধারণ স্থানীয় মানুষজন দেখেছেন আদৌ হামলা হয়েছিল কিনা। তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই তৃণমূলের এই প্রতিবাদ মিছিল সংঘটিত করা হল। এদিনের এই প্রতিবাদ-মিছিলে অংশ নিয়েছিলেন স্থানীয় ব্লক নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্বও।

