প্রতিবেদন: গোয়ার সরকার পরিচালনা করবেন গোয়ার মানুষরাই। রাজ্যের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে লড়াই চালানোর বিশ্বাসযোগ্য বিকল্প শুধুমাত্র তৃণমূলই। সমাজমাধ্যমে এই বার্তা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, গত ২১ এপ্রিল গোয়ায় তৃণমূলের এবং দলের গণসংগঠনগুলির সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণা করা হবে চলতি বছরেরই। গোয়ার জনগণের সেবায় প্রতিশ্রুতি পূরণে দল প্রতিজ্ঞাবদ্ধ। সেইসঙ্গে গঠনমূলক বিরোধীর ভূমিকাও নিষ্ঠার সঙ্গে পালন করবে তৃণমূল। দলের এই বার্তাই এক্স হ্যান্ডলে তুলে ধরেছেন সাকেত গোখেল। এদিকে ইডিকেও একহাত নিয়েছেন সাকেত। তাঁর কটাক্ষ, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন মোদি এবং শাহর প্রাইভেট মাফিয়ার ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: গোপনে বিয়ে পাক মহিলাকে! ভিসার মেয়াদ পেরানোর পরেও আশ্রয়, বরখাস্ত CRPF জওয়ান