তৃণমূল বলল, বোসের হাতে কালিমালিপ্ত হল বাংলা

Must read

প্রতিবেদন : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে কর্মরতা এক মহিলা শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ আনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের মহিলা মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলাকে কালিমালিপ্ত করেছেন রাজ্যপাল। রাজভবনের ওই চেয়ারটির মর্যাদা ও সম্মান সবার উপরে। এই ঘটনার পর ওই চেয়ারের মর্যাদা কলুষিত হল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পবিত্র এই বাংলার মাটিতে কী ঘটছে এগুলো। যিনি সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপাল শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করেছেন, ভাবা যায় না। বক্তব্য চন্দ্রিমার। শশী বলেন, রাজ্যপালকে কারা মনোনীত করেন সকলেই জানেন। বিজেপির ঘনিষ্ঠ এই রাজ্যপালেরা রাজ্য সরকারগুলোকে উত্ত্যক্ত করে বিরক্ত করে। এই রাজ্যপালও করেছেন। অভিযোগকারিণী জানিয়েছেন যে একাধিকবার তাঁর সঙ্গে জঘন্য কাজ করা হয়েছে। আরও কত মহিলার সঙ্গে যে এ ধরনের নোংরা কাজ করা হয়েছে আমরা জানি না। রাজ্যপালের চেয়ারের গরিমা ও সম্মান রয়েছে। প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা-নেত্রীরা সন্দেশখালির মহিলাদের সম্মান নিয়ে গলা ফাটান। তাঁরা এবার কী বলবেন আমরা শুনতে চাই। এরা বাংলাকে কালিমালিপ্ত করা ছাড়া আর অন্য কিছু করে না। বিজেপি বড় বড় কথা বলে! ব্রিজভূষণের মতো লোককে তারা এখনও রেখে দিয়েছে। তার ছেলেকে লোকসভায় টিকিট দিয়েছে। এরপরে আর কোন মুখে কথা বলবে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন- বেনজির-ভয়ঙ্কর, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের থানায়

Latest article