চোর ভাঙল সিসিটিভি, দিনভর বিজেপির নাটক-কুৎসা, জবাব দিল তৃণমূল

Must read

প্রতিবেদন : ম্যানহোলের ঢাকনা চুরিকে কেন্দ্র করে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বুধবার সকাল থেকে ছড়াল উত্তেজনা। ঘটনাস্থলের কাছে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়ির সিসি ক্যামেরা ভেঙে দেয় ম্যানহোলের ঢাকনা চোরেরা। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলে কুৎসা করতে আসরে নেমে পড়ে এলাকার কিছু বিজেপি নেতা-কর্মী। কুৎসার এই খবর পেয়ে খবর পেয়ে পাল্টা জমায়েত হন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারপার্সন সাধনা বসু, অভিষেক মিশ্র, জয় মুখোপাধ্যায়, বুলবুল সাউয়ের মতো তৃণমূল ছাত্র-যুবনেতারা। সিটি কলেজের টিএমসিপি কর্মীরাও চলে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এরই মধ্যে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়ে দেয়, ম্যানহোলের ঢাকনা চুরি করতে এসে দুষ্কৃতীরা বিজেপির জেলা সভাপতির বাড়ির সিসি ক্যামেরা ভেঙে দিয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করেন কুণাল। পরে সাংবাদিকদের তিনি বলেন, ওই বিজেপি নেতার বাবা তপন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সচিব এবং এলাকার পরিচিত তৃণমূল নেতা। তিনিও ওই বাড়িতেই থাকেন। তাই ওই বাড়িতে তৃণমূলের আক্রমণ করার কোনও প্রশ্নই ওঠে না। দলের কাছে নিজের গুরুত্ব বাড়াতেই এই ভুয়ো অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। আসলে দলে ওকে অধিকাংশ কর্মীরা বিশ্বাস করে না। তাই এসব অভিযোগ করছে। এরপর পুলিশের সঙ্গে কথা বলে এলাকা স্বাভাবিক করার উদ্যোগ নেন কুণাল। পুলিশ জানিয়েছে, ম্যানহোলের ঢাকনা চুরি করতে আসার ঘটনার প্রাথমিকভাবে কিছু প্রমাণও মিলেছে। সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- কাল উত্তরে যাচ্ছেন অভিষেক, ঝড়ে গৃহহীন ১৬০০ পরিবারের সদস্যদের সঙ্গে বলবেন কথা

Latest article