শ্বেতপত্র প্রকাশে অভিষেকের দাবি, চাপে ঝাঁজ বাড়িয়ে চলেছে তৃণমূল

মনরেগায় বাংলাকে অর্থই দেওয়া হয়নি, প্রতিবাদে এদিনও উত্তাল হল সংসদ

Must read

প্রতিবেদন : তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বকেয়া নিয়ে যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে তাতে রীতিমতো চাপে পড়ে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সেই ঝাঁজ আরও বাড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এক সাংবাদিক বৈঠকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। তাঁদের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি তোলায় ৩৪০০ ঘণ্টা পরেও কেন শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী? বাংলাকে যে ২০২১ সালের পর থেকে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা খাতে কোনও টাকা দেওয়া হয়নি তা তো প্রমাণিত। কাগজ তো মিথ্যা কথা বলে না। তৃণমূলের কটাক্ষ, আসলে ধরা পড়ে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যতই মিথ্যাচার করুন, যতই চেষ্টা করুন শাক দিয়ে মাছ ঢাকার, এবারের বাজেটেও যে বাংলাকে যথারীতি বঞ্চনা করেছে কেন্দ্র তা আজ দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠেছে। কুণালের চাঁচাছোলা কথা, ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা বাংলা থেকে নিয়ে গিয়েছে কেন্দ্র। কিন্তু ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং অন্যান্য খাতে বাংলার প্রাপ্য ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকার মধ্যে এক পয়সাও দেয়নি তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ভাষণে যা বলেছেন তাতে স্পষ্ট, এবারেও যথারীতি বঞ্চনা করা হয়েছে বাংলাকে। এবং তা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই। লোকসভায় বাজেটের জবাবি ভাষণে তৃণমূলের সাংসদদের বিভিন্ন প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী। তিনি যা বলছেন তা পুরোপুরি ভিত্তিহীন, বিভ্রান্তিকর। তিনি আসলে কুৎসা করছেন বাংলার বিরুদ্ধে। তৃণমূলের বক্তব্য, যোগী-রাজ্যে সবচেয়ে বেশি অনিময়ম হয়েছে। তারপরেই মধ্যপ্রদেশ এবং ওড়িশা। এই রাজ্যগুলো যদি বকেয়া টাকা পেয়ে থাকে তাহলে বাংলাকে এভাবে বঞ্চনা করা হচ্ছে কেন? এদিকে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাকেত গোখেলও প্রশ্ন তুলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশের দাবির উত্তরে নীরব কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস নেই কেন মোদি সরকারের? অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বকেয়া আদায়ের দাবি প্রতিষ্ঠার লড়াই শুরু হবে বলে জানিয়েছেন কুণাল।

বাংলা, মণিপুর, লাক্ষাদ্বীপ, আন্দামান-নিকোবর, দমন-দিউ, দাদরা, নগর হাভেলি এবং গোয়াকে একটি টাকাও দেওয়া হয়নি। বলছে কেন্দ্রের রিপোর্ট।

 

 

 

 

 

 

আরও পড়ুন-লেহ-তে বাড়ছে তাপমাত্রা, গলছে হিমবাহ! কেন বাতিল হচ্ছে বিমান?

Latest article