ভুতুড়ে ভোটার ধরতে হাওড়ায় কৈলাসের নেতৃত্বে পথে ‘যুব-যোদ্ধা’রা

Must read

ভুতুড়ে ভোটার ধরতে এবার হাওড়ায় যুব তৃণমূল কংগ্রেসের সদরের সভাপতি কৈলাস মিশ্রের (Kailash Mishra) নেতৃত্বে পথে নামছেন ‘যুব-যোদ্ধা’রা। প্রতিটি বিধানসভার সমস্ত বুথে বাছাই করা যুব তৃণমূলের কর্মীদের নিয়ে এই ব্যাপারে ‘ডেডিকেটেড দল’ তৈরি করা হচ্ছে। সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রতিটি ব্লকের যুব তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে কিভাবে স্ক্রুটিনি করা হবে তার রূপরেখা তৈরি করেন কৈলাস (Kailash Mishra)। হাওড়া সদর এলাকার প্রায় ২ হাজার বুথেই একসঙ্গে এই কাজ শুরু হবে। এই জন্য প্রতিটি বুথে ৪ জন করে যুব তৃণমূলের কর্মীদের একটি করে বিশেষ দল তৈরি করা হচ্ছে। তারাই সংশ্লিষ্ট বুথের ভোটর তালিকা স্ক্রুটিনির কাজের তদারকি করবেন। কৈলাস জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভুতুড়ে ভোটার ধরতে ঝাঁপিয়ে পড়েছি। এই বিষয়ে যুব-যোদ্ধারা ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির কাজ চালাবেন। কোথাও ভুতুড়ে ভোটারের সন্ধান মিললেই তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে বুথস্তরে কাজ চলবে তা চূড়ান্ত করতে এদিন আমরা বৈঠক করলাম। এদিনই প্রতিটি ব্লকের বুথস্তরের যুব তৃণমূলের কর্মীদের নিয়ে যুব-যোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। তাঁরা প্রতিটি বুথেই জোরকদমে কাজে নামছেন। কোথাও যাতে ভোটার তালিকায় কোনওরকম ভুতুড়ে ভোটার না থাকে তা আমরা নিশ্চিত করবই।’

আরও পড়ুন- মোদি দেখছেন সিংহ, বিজেপি শাসিত রাজ্যে পরপর বাঘের মৃত্যু! প্রশ্ন প্রাণী নিরাপত্তা নিয়ে

Latest article