জাতীয়

আত্মপ্রচারে মরিয়া: রেশনের ব্যাগেও মোদির ছবি, তৃণমূল বলল PM মানে ‘পাবলিসিটি মাস্টার’

হারের পূর্বাভাস পেয়ে মোদি এতটা মরিয়া হয়ে গিয়েছেন যে এবার গণবণ্টনের ব্যাগেও আত্মপ্রচার। নরেন্দ্র মোদি যেখানে গণবণ্টন কার্যত তুলে দিতে চলেছেন সেখানেও নিজের প্রচার চালাচ্ছেন। লোকসভা ভোটকে নজরে রেখে আত্মপ্রচারের নতুন পদ্ধতি মোদির। ফের কোটি কোটি টাকা দিয়ে নিজের প্রচার করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের সরকার মোদির প্রচারের জন্য বেছে নিয়েছে গরিবের রেশনকে। খাদ্যসামগ্রী নেওয়ার জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ (Ration Bag) চালু করছে কেন্দ্র। ব্যাগগুলিতে থাকবে মোদির ছবি। যা মোদির আত্মপ্রচারের মাধ্যম। ভোটের টানে বাংলা-সহ গোটা দেশের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যেই এজন্য খাদ্যমন্ত্রক প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুর করেছে। এমনকী সময়মতো ব্যাগ সরবরাহ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা করার কথাও বলা হয়েছে। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ শান্তনু সেন জানিয়েছে, PM মানে প্রাইম মিনিস্টার নেই পিএম মানে এখন পাবলিসিটি মাস্টার।

সাংসদ ডাঃ শান্তনু সেন জানিয়েছেন,”পিএম-এর ফুল ফর্ম প্রাইম মিনিস্টার নেই। পিএম-এর ফুল ফর্ম পাবলিসিটি মাস্টার হয়ে গিয়েছে। যে প্রধানমন্ত্রী নিজের জীবদ্দশায় নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করেন, যিনি নিজের ছবি দিয়ে ইউজিসিকে বলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে সেলফি স্ট্যান্ড বানাতে হবে, যিনি রেশনের ব্যাগেও নিজের ছবি দিতে বলে আগামিদিনে প্রচারের জন্য তিনি বলতে পারেন শৌচাগারের বাইরেও নিজের ছবি দেওয়ার কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।“ রেশনের প্লাস্টিকে মোদির ছবির জন্য প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ১২১ টি দেশের মধ্যে ১১১ নম্বরে রয়েছে। মানুষ না খেতে পেয়ে মরছে। এখানে তিনি টাকা দিয়ে নিজের প্রচার করছেন। এর আগেও বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের ৮৫ শতাংশ টাকা নিজের প্রচারকার্যে ব্যবহার করেছেন মোদি।“ সংশ্লিষ্ট সংস্থা সঠিক সময় ব্যাগ (Ration Bag) না তৈরি করলে জরিমানা করা হবে, এই প্রসঙ্গে সাংসদ জানিয়েছেন, স্বৈরাচারী, তুঘলকি শাসন ব্যবস্থার বড় নিদর্শন।

আরও পড়ুন- মিলবে আইনি পরামর্শ ও অন্যান্য পরিষেবা, শ্রম দফতরের উদ্যোগে শুরু শ্রমিক মেলা

লোকসভার সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “মোদি সবসময় নিজের প্রচার করেন। সরকারের কাজগুলি মোদির নিজের নামে চালাচ্ছেন। আত্মপ্রচারের জন্য মোদি সবকিছু করতে পারেন। তাতে কোনও লাভ হবে না।“

একই সঙ্গে রাজ্যসভার সংসদ সুখেন্দুশেখর রায় একাধিক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, “চটের ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে কেন? প্লাস্টিকের ব্যাগে প্রধানমন্ত্রীর ছবি কেন? টাকাটা কি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসছে? টাকাটা দেশের মানুষ কর বাবদ দিচ্ছেন, ফলে ওই প্লাস্টিকে ভারতের ম্যাপ থাকলে বেশি ভালো হতো। জোরজুলুমের রাজত্ব চলছে।

এর আগেও রেশন দোকানে মোদির ছবি দেওয়া প্ল্যাকার্ড বসানো বাধ্যতামূলক করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। তা নিয়েও বিতরক চূড়ান্ত পর্যায় পৌঁছেছিল। বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিলেন মোদি। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি। এবার প্লাস্টিকের ব্যাগেও মোদির ছবি ব্যবহার করবে কেন্দ্র। যুগ্মসচিব অনিতা করণ গত ১১ তারিখ জরুরি ভিত্তিতে এই ব্যাগ সংক্রান্ত পরিকল্পনা জানিয়ে চিঠি দিয়েছেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই)চেয়ারম্যান অশোক কেকে মিনাকে।  যুগ্মসচিব চিঠিতে বলেছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ সেরে ফেলতে হবে। সেজন্য অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া শুরু করা জরুরি। এমনকী, সময়মতো ব্যাগ সরবরাহ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা করার কথাও বলা হয়েছে। ৬ মাস অন্তর, অর্থাৎ বছরে দু’বার রেশন গ্রহীতাদের এই ব্যাগ দেওয়া হবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago