শনিবার শেষ হল হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ দিনের এই অধিবেশনে ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেট পেশের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ন বিল পাশ হয়েছে। শুরু থেকেই সন্দেশখালি সহ নানা সাম্প্রতিক ইস্যুতে শাসক বিরোধী দ্বন্দ্বে বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। অধিবেশনের শেষ লগ্নেও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের (TMC) পরিষদীয় নেতারা বিরোধীদের আচরণের সমালোচনা করেন। শনিবার অধিবেশনের শেষে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে অধ্যক্ষ বলেন, ‘বিরোধীদলের রাজনৈতিক অ্যাজেন্ডা থাকতেই পারে। কিন্তু বিধানসভার মর্যাদার কথা বিরোধীদের মাথায় রাখা উচিত। শৃঙ্খলা বজায় রাখা উচিত। সভার কাজ ব্যাহত করাটা কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’
এবার গোটা বাজেট অধিবেশনে তৃণমূল (TMC) ও বিজেপি বিধায়কদের মধ্যে গোলমালে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ। গত দুদিন অধিবেশনে যোগ দেননি বিজেপি বিধায়করা। সাসপেনশন তুলে নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘বিজেপি পরিষদীয় দল যদি এই নিয়ে নিয়ম মেনে প্রস্তাব আনতেন তাহলে আমি সবার মতামত নিতাম। কিন্তু ওঁরা বিধানসভায় কেন গত দুদিন থাকলেন না জানি না।’ অধ্যক্ষের বক্তব্য, বিধানসভায় বিরোধীদের বেশি সুযোগ দেওয়া হয়। বিধানসভার বিরোধীদের জন্য। তিনি আরও বলেন, ‘বিধানসভায় বিরোধীরা থাকবে না এটা বাঞ্ছনীয় নয়। আশা করবো পরের অধিবেশনে বিরোধীদের দায়িত্বশীল আচরণ করবে।’ এদিন বিধানসভার বাজেট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ। লোকসভা ভোটের জন্য পরিবেশন মুলতুবি করা হল বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তামিলনাড়ুতে মৃত বহু
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা সভায় না থেকে বাইরে গিয়ে হইচই করতে বেশি পছন্দ করেন। বিধানসভাকে কদর্য রূপ দিচ্ছে বিরোধীরা। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষও বিরোধীদের আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেন। যদিও অধিবেশনের শেষ দিনে আজ বিরোধী কোনও সদস্যই বিধানসভায় উপস্থিত ছিলেন না।অধিবেশনের শেষে মন্ত্রী ইন্দ্রনীল সেনের ধনধান্যে পুষ্পে ভরা গানটিতে সকলে গলা মেলান। এর পরে অধ্যক্ষ অধিবেশনের সমাপ্তি ঘোষনা করেন।