সংবাদদাতা, কাটোয়া : বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল বর্ধমান। শুক্রবার বর্ধমান শহরে সভা করতে এসে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ‘যুক্তিহীন, ভ্রান্তিমূলক, কুৎসা’ করে যাওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই সভার ২৪ ঘণ্টার মধ্যেই বর্ধমান শহরের কার্জন গেটের সামনে বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূলের সভায় জনজোয়ার দেখা গেল। শনিবারের বিকেলের সভায় ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শুভেন্দুর ‘নো ভোট টু মমতা’ স্লোগান নিয়ে চন্দ্রিমার জবাব, ‘বাংলায় ওসব হবে না। বাংলার নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় (Vote to Mamata)। তাই ভোট টু মমতাই (Vote to Mamata) বাংলার আসল স্লোগান।’ গায়ের জ্বালা থেকে হিংসা থেকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করছে বলে অভিযোগ করেন চন্দ্রিমা। অপপ্রচারের জবাবে চন্দ্রিমার আবেদন, ‘কোনও হিংসা নয়, মারদাঙ্গা, লাঠিসোটা নয়। যেখানেই সুযোগ আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে উপযুক্ত জবাব দিন।’ বিজেপি-র অন্দরের ‘ঝামেলা’ও এদিন প্রকাশ্যে আনেন চন্দ্রিমা। বলেন, ‘ওরা তো নিজেদের মধ্যেই ঝামেলা করতে ব্যস্ত। আগে নিজেদের গণ্ডগোল মেটান। তারপর তৃণমূলকে হারানোর কথা ভাববেন।’ বক্তব্যে সকলেই কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা ও কেন্দ্রের সার্বিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে তোপ দাগেন।
আরও পড়ুন-দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা না নেওয়ার প্রস্তাব