বঙ্গ

দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই, বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেব: হুঁশিয়ারি দলনেত্রীর

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, মিছিল শেষে এক তিরে নিশানা করেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। সাফ জানান, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই, তাতে আমি মৃত্যুদণ্ড নিতেও রাজি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলেন, “কয়লার টাকা কে খায়, কী করে খায় ? গদ্দারের মাধ্যমে টাকা যায়, এখন সে অ্যাডপটেড সন হয়ে গেছে। জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ-এই চেনে টাকা যায়।”

এদিন হাজরার সভামঞ্চ থেকে সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম করে হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কাছে সব পেনড্রাইভ রয়েছে। লক্ষ্মণের সীমারেখা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, কিন্তু দেশের স্বার্থে বলি না। বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব।”

আরও পড়ুন- হয় মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি-শাহ গদি ছাড়ো: হুঙ্কার অভিষেকের

বৃহস্পতিবার, ইডির তল্লাশির মধ্যে আইপ্যাক ( I-PAC ED Raid) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সবুজ ফাইল হাতে বেরোতে দেখা। কী ছিল সেই ফাইলে? এদিন হাজরার প্রতিবাদ সভা থেকে তার জবাব দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি খুন করতে এসেছিলে। চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে।” তাঁর কথায়, “জোড়াফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কী করে?”

নির্বাচন কমিশনকেও (Election Commission) আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্যানিশ কুমার ভোট ভ্যানিশ করার কে? আপনি কি ম্যাজিসিয়ান? নাগরিকের অধিকার কেড়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করলে আমরাও তোমার অধিকার কেড়ে নেব।”

তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে গব্বর সিং দেখিয়ে বাচ্চাদের ভয় দেখানো হত। এরা ভাবছে এজেন্সি দিয়ে সেই ভয় দেখাবে। তুমি আজ মহারাজ, সাধু— আর আমি চোর? কাল ক্ষমতা থেকে চলে গেলে কেউ পাশে থাকবে না।”

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago