প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তোপের মুখে পড়লেন বিরোধী দলনেতা গদ্দার অধিকারী। সাগরমেলার (Sagarmela) প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রীর বলা কিছু কথা নিয়ে তাঁকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় সোমবার লম্বা-চওড়া পোস্ট করেন গদ্দার। লোকজনের থেকে শব্দ ধার করে কলুষিত মানসিকতা নিয়ে ‘হিন্দুধর্ম’ সম্পর্কে দীর্ঘ জ্ঞান দেন গদ্দার। যা নিয়ে পাল্টা গদ্দারকে ধুয়ে দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন-আজ বীরভূমে অভিষেকের সভা
সমাজমাধ্যমেই গদ্দারকে পাল্টা পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের সেবার চেয়ে বড় কোনও উপাসনা নেই। যারা নারীদের উদ্দেশে নোংরা গালিগালাজ করে, তাঁদের ‘বরাহনন্দন’ বলে সম্বোধন করে— সেই মুখে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র নাম উচ্চারণ করার কোনও অধিকারই নেই! সেই পোস্টটির একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূল মুখপাত্র। যেখানে দেখা যাচ্ছে গদ্দার অধিকারী মহিলাদের উদ্দেশে অত্যন্ত কুরুচিকর শব্দ প্রয়োগ করছেন।

