প্রতিবেদন : তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি-নেতা-কর্মীদের উদ্দেশ্যে জরুরি সার্কুলার পাঠানো হল দলের অন্দরে।
আরও পড়ুন-মধ্যরাতে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, বিজেপির মহারাষ্ট্র
দেখা গিয়েছে সম্প্রতি বিশেষ কায়দায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে একদল লোক। বিশেষ উদ্দেশ্য নিয়ে করা এই কাজ নিয়েই সতর্ক করেছে দল। সার্কুলারে লেখা হয়েছে, এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কোথাও মশলা, আবার কোথাও অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাদের নাম, ফোন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন। এর পিছনে বিশাল চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে। অবিলম্বে আপনার/আপনাদের অঞ্চলে লক্ষ্য রাখুন এবং সর্বস্তরের বুথ কর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সচেতন ও সতর্ক করুন। কখনও কখনও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে যাচ্ছে। এদের উদ্দেশ্য আমাদের সমস্ত অভ্যন্তরীণ খবরাখবর নেওয়া। তাই আপনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর করুন এবং আমাদের জানান।