শহিদ তর্পণ, সংসদে বৈঠকে নেই তৃণমূল

Must read

প্রতিবেদন : বাজেট অধিবেশনের আগে সংসদে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে ২১ জুলাই। ওইদিনই কলকাতায় তৃণমূল কংগ্রেসের (TMC) বার্ষিক শহিদ সমাবেশ। ১৯৯৩ সালের ২১ জুলাই ধর্মতলায় তৎকালীন বাম সরকারের আমলে পুলিশের গুলিতে ১৪ জন শহিদ হয়েছিলেন। তারপর প্রতি ২১ জুলাই ধর্মতলার ওই জায়গায় তৃণমূল শহিদ তর্পণ করে তৃণমূল (TMC)। সেই কারণে তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ ওইদিন সংসদের সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করার সম্ভাবনা রয়েছে। তাই অধিবেশন শুরুর আগে প্রথামাফিক সর্বদল বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু একুশে জুলাই শহিদ সমাবেশের দিন এই বৈঠক নির্ধারিত হওয়ায় তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, তাদের দলের কোনও সাংসদ ওইদিন উপস্থিত থাকতে পারছেন না সর্বদলে। এই অধিবেশন ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা। একুশের শহিদ তর্পন তৃণমূল পরিবারের কাছে আবেগের বিষয়। ওই দিন ধর্মতলার মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেবেন জাতীয় ও রাজ্যে কোন পথে চলবে দল। লক্ষ লক্ষ মানুষের জমায়েতে মুখরিত হবে কলকাতার রাজপথ। ওই দিনটিকে কেন্দ্র করে দলের প্রস্তুতি চলছে অনেক আগে থেকেই। ফলে একুশের সমাবেশের গুরুত্ব অপরিসীম। ওই দিনটি কোনও অবস্থায় অন্য কোনও কাজে নিজেদেরকে রাখেন না তৃণমূলের কোনও সদস্যই।

আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের পাশে ভারত! পাঠানো হল ২০ কোটি টাকার আর্থিক সহায়তা

Latest article