ত্রিপুরার পুরভোটকে সামনে রেখে ব্যাপক ভাবে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ১০ দিনের টানা রাজনৈতিক কর্মসূচি রয়েছে ত্রিপুরা জুড়ে। শুক্রবার থেকেই “ত্রিপুরার জন্য তৃণমূল কংগ্রেস” এই নাম নিয়ে জেলায় জেলায় রাজনৈতিক কর্মসূচিতে নেমে পড়ছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির সব সদস্য।
আরও পড়ুন-এবার পুরভোটেও “গোল্লা” পাওয়ার সম্ভাবনা সিপিএমের, আতঙ্ক তুঙ্গে
“ত্রিপুরার জন্য তৃণমূল কংগ্রেস” এই কর্মসূচিতে নামার আগে তার রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার আগরতলায় স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে বসেন কমিটির সকলে। সেখানেই ঠিক হয়েছে পুজোর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ মত ত্রিপুরার বিজেপি সরকারের আামলে ত্রিপুরাবাসি কতটা অসুবিধের মধ্যে রয়েছেন, তাঁদের কোথায় সমস্যা হচ্ছে, কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের থেকেই তাঁদের জীবন যাপনের আসল ছবিটা বুঝতে হবে। তাঁদের পাশে দাঁড়াতে হবে।
কোনও বড় মিটিং মিছিল নয়। নিয়ম মেনে ছোট আকারের বৈঠক, হাটে-বাজারে মানুষের সাথে কথা বলা, বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ লিপিবদ্ধ করা সবটাই থাকছে কর্মসূচির মধ্যে।
আরও পড়ুন-মানুষের শরীরে বসল শূকরের কিডনি
দলের নির্দেশ মত শুক্রবার সকাল থেকেই তিনটি দলে ভাগ হয়ে কর্মসূচিতে নেমে পড়বেন স্টিয়ারিং কমিটির সদস্যরা। দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক তাঁর টিম নিয়ে থাকবেন সোনামুড়ায়। স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ও নেতা আশিসলাল সিং তাঁর টিম নিয়ে থাকবেন খোয়াইতে। কমিটির আর এক সদস্য ও সাংসদ সুস্মিতা দেব ও তাঁর টিম থাকবে পশ্চিম ত্রিপুরায়।
নভেম্বরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরা যাওয়ার আগে লাগাতার এই কর্মসূচিতে ত্রিপুরাবাসির ঘরে ঘরে পৌঁছে আরও জোরালো ভাবে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপস্থিতি জানান দেওয়া যাবে। একইসঙ্গে ত্রিপুরার নগর পঞ্চায়েত, পুরপরিষদ এবং কর্পোরেশন নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরাবাসীর অন্দরমহলে পৌঁছে দেবে।
আরও পড়ুন-ইবি কর্তার প্রোফাইল ক্লোন, যুবক গ্রেফতার
এদিন বৈঠকের পর সাংসদ সুস্মিতা দেব বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় পরিস্কার নির্দেশ দিয়েছেন, কোনওরকম আইন অমান্য না করে এই রাজনৈতিক কর্মসূচি করতে হবে। মানুষের কাছে পৌঁছতে হবে। সেই নির্দেশ মতোই ত্রিপুরার ৫৯ টি ব্লকে এবং ১৬ টি পুর এলাকায় স্টিয়ারিং কমিটির সবাই পৌঁছব। সুস্মিতা দেব নিজেও শিলচর থেকে আগরতলায় পৌঁছেছেন এই কর্মসূচির জন্য।
স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান,বিজেপির এই জঙ্গলরাজ থেকে ত্রিপুরাবাসিকে মুক্তি দিতে পারে একমাত্র তৃনমুল কংগ্রেস।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের মতে, দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, যা রোখার ক্ষমতা বিজেপির নেই।