১০ কোটি মানুষের দ্বারেই যাবে তৃণমূল

Must read

প্রতিবেদন : বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস (Burdwan- TMC) এবং বৈকুণ্ঠপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি, বাংলার প্রতি বঞ্চনা ও বাংলার উন্নয়নের অগ্রগতিকে স্তব্ধ করার চক্রান্তের বিরুদ্ধে এক প্রতিবাদসভার আয়োজন করা হয়, মঙ্গলবার। মঞ্চ থেকে স্লোগান ওঠে, ‘গদ্দার হটাও, রাজ্য বাঁচাও।’ সভায় উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নারী ও শিশুকল্যাণ ও শিল্পমন্ত্রী ডাঃ শশী পাঁজা প্রমুখ। স্নেহাশিস সরকারের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের সুরক্ষা কবচের কথা সবিস্তার বলেন। জানান, কাল থেকে রাজ্যের ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবেন তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে কোনও ভেদাভেদ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনই নির্দেশ দিয়েছেন। পরিবহণমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রে বিভিন্ন খাতে রাজ্য থেকে টাকা নেয়। তার থেকে রাজ্যের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু তারা তা দিচ্ছে না। উল্টে বিরোধী দলনেতা টাকা না দেওয়ার জন্য দরবার করছেন। ওরা বাংলা বিদ্বেষী, মানবতার বিরোধী। শশী পাঁজা, মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর আনা প্রকল্পগুলির কথা বলেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেন, এটা নারীদের প্রাপ্য অধিকার, সম্মান। তা ৫০০ টাকা হতে পারে বা হাজার। মহিলাদের শশী বলেন, আপনারাই লক্ষ্মীর রূপ, আপনারাই গৃহলক্ষ্মী। কিছু মানুষ একে ভিক্ষা বলে বাংলার নারীদের অপমান করছে। সভায় উপস্থিত তৃণমূলের (Burdwan- TMC) অন্য নেতারাও একযোগে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তােলেন।

 

আরও পড়ুন-৪৪টি অঞ্চলে হবে কর্মসূচি, বাড়ি বাড়ি পৌঁছবেন দিদির দূতেরাও

Latest article