প্রতিবেদন : ওয়েনাড়ে (Wayanad landslides) বিপর্যস্ত এলাকা পরিদর্শনের জন্য দুই সাংসদকে সেখানে পাঠাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা দেব এবং সাকেত গোখেল। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন সুস্মিতা দেব এবং সাকেত গোখেল ওয়েনাড়ে যাবেন, সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করবেন, কথা বলবেন এবং প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দুদিন তাঁরা ওয়েনাড়ে(Wayanad landslides) থাকবেন। মানবিক কারণেই যে তাঁর দলের দুই সাংসদকে সেখানে পাঠাচ্ছেন সেকথা লিখেছেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ ধসের কারণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সংসদ সুস্মিতা দেবের সাথে কথা বলার পর তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ট্যুইট আমরা দেখেছি। আমরা আগামী কাল শুক্রবার সকালের বিমানে ওয়েনাড়ে যাচ্ছি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। আহতর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।
আরও পড়ুন-শ্রীলঙ্কা নৌসেনার হামলায় মৃত ভারতীয় মৎস্যজীবী! জবাব তলব দিল্লির