বন্দে মাতরম-আলোচনা, যুক্তিতর্কে আজ লোকসভায় ঝড় তুলবে তৃণমূল

Must read

নয়াদিল্লি : বন্দে মাতরম নিয়ে আলোচনায় আজ লোকসভায় ঝড় তুলবে তৃণমূল (TMC_Lok Sabha)। তথ্য এবং যুক্তির অস্ত্রে প্রধানমন্ত্রীকে কোণঠাসা করবেন তৃণমূলের বক্তারা। সোমবারই সংসদের বাইরে মনরেগা-সহ বিভিন্ন খাতে বাংলার ন্যায্য পাওনার দাবিতে তুমুল বিক্ষোভ দেখাবেন দলের সাংসদরা। পুরনো সংসদের প্রবেশদ্বারের মুখেই উঠবে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। মনরেগায় বকেয়া ৫২ হাজার কোটি টাকার দাবিতে সরব হবেন তৃণমূল সাংসদরা। সবমিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই সংসদের ভেতরে বাইরে মোদি সরকারকে প্রবল চাপে ফেলতে প্রস্তুত তৃণমূল। রবিবার সংসদীয় দলের নেতৃত্বসূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় তৃণমূলের পক্ষে বক্তব্য পেশ করবেন চিফ হুইপ কাকলি ঘোষদস্তিদার এবং সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যসভায় বক্তা তালিকায় রয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায় এবং সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লক্ষণীয়, তৃণমূলই প্রথম থেকে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোচ্চার হয়েছে সংসদের ভেতরে-বাইরে। নির্বাচন কমিশন-বিজেপির যৌথ কারচুপি এবং ভোটচুরির বিরুদ্ধে আন্দোলন করেছে রাজধানীর রাজপথে। প্রতিবাদ মিছিল করে বিজেপির মুখোশ খুলে দিয়েছেন দলের সাংসদরা। তৃণমূলের চাপে মাথা নত করেই মোদি সরকার এসআইআর নিয়ে সংসদে আলোচনায় রাজি হতে বাধ্য হয়েছে। কিন্তু তারা চেয়েছে আগে সোমবার আলোচনা হোক বন্দে মাতরম নিয়ে। পরে আর একদিন আলোচনা হবে এসআইআর নিয়ে। তৃণমূল কিন্তু কৌশলগতভাবে মেনে নিয়েছে সরকারের প্রস্তাব। কারণ, তৃণমূলের (TMC_Lok Sabha) লক্ষ্য মসৃণভাবে চলুক সংসদের অধিবেশন। কিন্তু মোদি সরকার চাইছে বিঘ্নিত হোক অধিবেশন। সেই কারণেই তৃণমূল প্রথমে বন্দে মাতরম নিয়ে আলোচনায় আপত্তি জানায়নি।
তবে বাংলার ন্যায্য পাওনার ব্যাপারে মোদি সরকারকে মোটেই ছেড়ে কথা বলবে না তৃণমূল। সেই লক্ষ্যেই গান্ধীমূর্তির পাদদেশ, বিজয়চক, মকরদ্বারের পরে এবারে পুরনো সংসদ ভবনের প্রবেশদ্বারে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সোমবার সুর চড়াবেন তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন-আজও মানবিকতা আছে বলেই বামেরা শূন্যে নেমেছে : কল্যাণ

Latest article