সংবাদদাতা, কাঁথি : কাঁথির বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের বিরোধী দলনেতার শহরে এই ব্যাঙ্কের নির্বাচনে বিজেপি কোনও প্রার্থীই দিতে পারেনি। রবিবার ছিল এই ব্যাঙ্কে ৯টি ডিরেক্টর পদের নির্বাচন। আগেই দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এগরা থেকে বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণকুমার মাইতি এবং রামনগর থেকে চন্দন নন্দ। রবিবার ছিল বাকি ৭ আসনের নির্বাচন। বিরোধী বিজেপি শিবিরের কোনও প্রার্থী না থাকলেও তৃণমূল (TMC) প্রার্থীদের বিরুদ্ধে অনেকেই লড়াই করতে নামলেও একটুও পাত্তা পাননি। নির্বাচকরা ঢেলে ভোট দেন তৃণমূলের দিকে। এই নির্বাচনকে ঘিরে কয়েকদিন ধরেই কাঁথি শহরে ছিল টানটান উত্তেজনা। ফলে যথেষ্ট সজাগ ছিল পুলিশ প্রশাসনও। শেষ পর্যন্ত এই ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচিত হন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, চন্দন নন্দ, উত্তম দাস, দিলীপ জানা, পার্থসারথি দাস, বিকাশচন্দ্র বেজ, তরুণকুমার মাইতি, স্বপনকুমার পড়য়্যা ও সত্যজিৎ ধাড়া। নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান মন্ত্রী অখিল গিরি। সদ্যনির্বাচিত ডিরেক্টর ও যুবনেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘রামনগর আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। এখানেও কিন্তু মানুষ আমাদের দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। কোনও এক নেতা রামনগরের মানুষকে টাকার মদত জুগিয়েছিলেন। কিন্তু সেসব উপেক্ষা করে রামনগরের মানুষ প্রমাণ করে দিয়েছেন টাকা দিয়ে এখানকার মানুষকে কেনা যায় না।’’
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা