সংবাদদাতা, কোলাঘাট : সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও এগরার পর এবার কোলাঘাটের সমবায় সমিতির ভোটে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস (TMC)। কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের গুড়চাকলি বিষ্ণুবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। ১১টি আসনের সব ক’টিতে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান বলেন, বিজেপির সমস্ত কুৎসা, অপপ্রচার কোনও কাজে আসেনি। মানুষ ওদের বিশ্বাসই করেনি! সমবায় পরিচালনার জন্য এলাকার মানুষ তৃণমূলের উপরই আস্থা, ভরসা রেখেছেন। এর জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাই। লোকসভা নির্বাচনে দলের কিছু লোক বিজেপির সঙ্গে গোপনে শামিল হয়েছিল। সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তাদের বাদ দিয়েই এই নির্বাচন করা হয়েছে। তাতেই এই ফল হয়েছে। প্রসঙ্গত, ১১টি আসনের সব ক’টিতেই প্রার্থী দাঁড় করায় তৃণমূল ও বিজেপি। কড়া পুলিশি পাহারায় ৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলে। ৫৯০ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৫৭০টি। ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, সব আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গত লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট সমবায় এলাকায় বিজেপি খানিকটা এগিয়ে থাকলেও সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েত এল তৃণমূলের হাতেই। লোকসভা ভোটের পর সমবায় নির্বাচনে নিজেদের পালে হাওয়া ঘোরাতে সফল হতে পেরে খুশি তৃণমূলের ভোট ম্যানেজাররা। উল্লেখ্য, আগে এই সমবায়ে মিলিজুলি পরিচালকমণ্ডলী ছিল। প্রথমবার এককভাবে বোর্ড গঠনের ক্ষমতা অর্জন করল তৃণমূল (TMC)। এই আনন্দে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন দলের নেতা, কর্মী, সমর্থক-সহ জয়ী প্রার্থীরা। তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য সমস্ত ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তৃণমূল নেতা অসীম মাজি। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, রাজ্য জুড়ে আরজি কর-কাণ্ডে আন্দোলনের আবহের মধ্যেই তৃণমূলের এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন- তাঁতশিল্প বাংলার অর্থনীতি বদলে দিয়েছে: ব্রাত্য বসু