চণ্ডীপুর সমবায় জিতল তৃণমূল

এদিন সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ৭২০ জন। ভোটদান করেছেন ৫৬৭ জন ভোটার।

Must read

সংবাদদাতা, মালদহ : ৩০ বছর পর অনুষ্ঠিত হল মানিকচকের ভূতনি উত্তর চণ্ডীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। বামেদের ধরাশায়ী করে সমবায় নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলাফল ৬-০। সব ক’টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। দীর্ঘদিন বামেদের দখলে থাকা এই সমবায় সমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী দিতে পারেনি। স্বভাবতই এই জয়ে উচ্ছ্বসিত মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-দিনের কবিতা

সমবায় সমিতির নির্বাচনের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন মানিকচক-বিধায়ক সাবিত্রী মিত্র। মালদহ জেলায় দীর্ঘদিন পর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমবায় নির্বাচনের শুরুতেই সবুজঝড়। এদিন সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ৭২০ জন। ভোটদান করেছেন ৫৬৭ জন ভোটার। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল জয়ে উৎসবের মেজাজ গোটা মানিকচক ব্লক জুড়ে।

Latest article