মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “দুয়ারে সরকার” কর্মসূচি এই মুহূর্তে রাজ্যজুড়ে বেশ জনপ্রিয়। মানুষকে সরকারের কাছে ছুটতে হয়নি, সরকার মানুষের সামনে এসে সমস্যার সমাধান করেছে। এই কর্মসূচিতে উপকৃত হয়েছেন রাজ্যের কয়েক লক্ষ মানুষ। কাজ যে হয়েছে তার প্রতিফলন একুশের নির্বাচনেও ভোট বাক্সে দেখা গিয়েছে।
আরও পড়ুন-৩০ লক্ষ রাজ্যবাসীর মাথার উপর ছাদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
এবার অভিনব কর্মসূচি গ্রহণ করল শাসক দল তৃণমূলের মহিলা সংগঠন। জনসংযোগ বাড়াতে রাজ্যবাসীর বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ঘাসফুল শিবিরের মহিলা নেত্রী থেকে কর্মীরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে “দুয়ারে সিঁদুর খেলা”! তৃণমূল নেত্রীর বার্তা, মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের লক্ষ্যে ”লক্ষ্মীর ভান্ডার’’ থেকে শুরু করে ‘’স্বাস্থ্যসাথী’’ প্রকল্পের সুফল দিকগুলি মহিলাদের কাছে দেওয়া হচ্ছে।
“দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচির মধ্যে দিয়ে সকলের বাড়িতে যাচ্ছেন তৃণমূল মহিলা শাখার সদস্যরা। শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন ও মহিলাদের সিঁদুর পরিয়ে একাত্ম বোধ জাগিয়ে তুলছে। চলছে মিষ্টিমুখ পর্ব। এই শুভেচ্ছা বিনিময় ও সিঁদুর খেলার মধ্য দিয়ে সাধারণ বাড়ির মহিলাদের কোনও সমস্যা আছে কি না, সেটাও জেনে নিচ্ছেন তৃণমূল মহিলা সংগঠনের সদস্যারা। সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট জায়গায় নথি সহকারে পৌঁছে দেওয়া হচ্ছে। দলের সঙ্গে রাজ্যের মহিলাদের সুসম্পর্ক গড়ে তুলতে কালীপুজো পর্যন্ত ‘’দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচি পালন করবে তৃণমূল মহিলা কংগ্রেস।