ফের সমবায়ে জয়ী তৃণমূল

পাঁশকুড়া গোবিন্দনগরে ১২-০

Must read

প্রতিবেদন : রাম-বাম, সঙ্গে কংগ্রেস হাত মিলিয়েও এঁটে উঠতে পারছে না তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে। একাধিক সমবায় নির্বাচনে হেরেই চলেছে। এবার জয় এল পূর্ব মেদিনীপুরের গোবিন্দনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে। বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে জয়লাভের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক সমবায় নির্বাচনে জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) প্যানেলভুক্ত প্রার্থীরা। কোলাঘাট, মহিষাদল, গেঁওখালির পর রবিবারও পাঁশকুড়ার গোবিন্দনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল তৃণমূল। রাম-বাম এখানেও জোট পাকিয়েছিল। কিন্তু কোনও সুবিধা করতে পারেনি। এই সমবায়ে মোট আসন ছিল ১২টি। বিরোধীরা একটি আসনেও জিততে পারেনি। তৃণমূল প্যানেলভুক্ত প্রার্থীরা ১২-০ ভোটে জয়লাভ করেন। ভোটের ফলেই প্রমাণ, মানুষ বিজেপি এবং অন্য বিরোধী দলগুলোকে প্রত্যাখ্যান করছে।

Latest article