সংবাদদাতা, বারাকপুর : দুষ্কৃতীদের গুলি ও বোমার আঘাতে মৃত্যু হল জনপ্রিয় তৃণমূল কর্মী জাকির হোসেনের (TMC Worker Jakir Hossain)। বয়স ৩৫। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর গ্রামে। শনিবার রাতে জাকির (TMC Worker Jakir Hossain) সহ আরও কয়েকজন যখন স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিল, সেই সময় পাঁচ থেকে ছয় জন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে তাদের উপর হামলা চালায়। নির্বিচারে গুলি এবং বোমা ছোঁড়ে। গুরুতর জখম হয় জাকির। জাকিরের শরীরে তিনটি গুলি লাগে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে। সকালে জাকিরের মৃত্যুর খবর শুনে তাঁর বাড়িতে যান স্থানীয় নেতৃত্ব। গুলি বা বোমা চালানোর পিছনে সঠিক কারণ জানা না গেলেও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে জাকিরের সাথে কোনও বিবাদ চলছিল আর তার কারণেই কি প্রাণ দিতে হল জাকিরকে? যদিও এই দাবি মানতে নারাজ পরিবারের সদস্যরা। তাঁদের মতে শান্ত ছেলে বলেই পরিচিত জাকির। অন্যায়েরও প্রতিবাদ করতে দেখা যেত তাঁকে। নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ২০ বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেনি ওখানে। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। পুলিশকে বলেছি অবিলম্বে খুনিকে গ্রেফতার করার জন্য। বারাকপুরের সিপি অলোক রাজোরিয়া বলেন, আমরা দেখছি। তদন্ত চলছে। ওই এলাকায় সিসি টিভি না থাকায় সমস্যা আছে। পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে সহজেই সড়ক পথে নদীয় থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যাওয়া সম্ভব। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায় অভিযুক্ত আসিবুলের বাড়িতে। যদিও সে সময় বাড়িতে কেউ ছিল না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্বপরিকল্পিত ভাবেই পরিবারের সকলকে অন্যত্র সরিয়ে দিয়ে গতকাল এই ঘটনা ঘটিয়েছে আসিবুল। অঞ্চলের সমাজবিরোধী বলেই পরিচিত আসিবুল। অভিযুক্ত আসিবুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
আরও পড়ুন-কেন্দ্রের জন্য দাম বাড়ছে পাউরুটির