সংবাদদাতা, কাটোয়া : আবার বিরোধীদের নিশানায় তৃণমূল কর্মী। প্রকাশ্যে খুব কাছ থেকে গুলি করে খুন করা হল দুলাল শেখকে (৪৪), কেতুগ্রামের আমগোড়িয়ায়। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাজারে চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন দুলাল। তাঁর বাড়ি কেতুগ্রামের পালিটা অঞ্চলের রতনপুর পীরতলায়। দিনদুয়েক আগে দুলাল শ্বশুরবাড়ি নবস্তা গ্রামে যান। অভিযুক্ত রতন শেখ নবস্তারই বাসিন্দা।
আরও পড়ুন-আবাস দুর্নীতিতে বিজেপি পরিবার
দুলালের স্ত্রী জুম্মাতুল বিবির দাবি, স্বামীকে যখন গুলি করা হয় তখন আমি তাঁর সঙ্গে চায়ের দোকানে ছিলাম। চা খাওয়ার আগেই রতন দুজনকে সঙ্গে করে দুলালের গাড়ি আটকে মাথা লক্ষ্য করে গুলি করে। দুষ্কতীরা মাথা লক্ষ্য করে তিনটি গুলি করেছিল। দুটো মাথায় লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুলাল। খুনের পর আমগোড়িয়া বাজার বন্ধ হয়ে যায়। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’ এর পিছনে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের যোগ থাকার অভিযোগ উঠেছে। কেতুগ্রামের তৃণমূল আগড়ডাঙা অঞ্চল সভাপতি সালেহ হাসান বলেন, ‘আমরা চাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর সাজা দিক পুলিশ।’ পুলিশ নবস্তা গ্রামের তিন বাসিন্দাকে আটক করেছে।