আসা শুরু কর্মীদের, শহরে একুশের প্রস্তুতি জোর কদমে

Must read

প্রতিবেদন : আর মাত্র তিন দিন, তারপরেই ঐতিহাসিক একুশের (TMC 21st July) শহিদ সমাবেশ। কলকাতা থেকে জেলায় প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকেরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড় বাজারের গেস্ট হাউসগুলিতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলা থেকে কর্মী-সমর্থকেরা এসে এই জায়গাগুলিতে থাকবেন। শীর্ষ নেতৃত্বের নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া। অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে এবারের একুশের (TMC 21st July) শহিদ তর্পণ। উত্তরের জেলাগুলি থেকেও নেতা-কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন। সব মিলিয়ে একুশের কাউন্ট ডাউন চলছে দ্রুতগতিতে। আগামী রবিবার একুশের মঞ্চ থেকে দলকে দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বিজেপির পুরনো অফিসে আদি-নব্য হাতাহাতি-লাঠালাঠি, তুলকালাম

Latest article