শস্যবিমার ফর্ম পূরণ করে সাহায্য তৃণমূল কর্মীদের

বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে তাঁদের সহযোগিতা করা হচ্ছে। কিন্তু অনেকে সেখানে যাচ্ছেন না। তাই দলের কর্মীরা কৃষকদের সাহায্য করছেন

Must read

প্রতিবেদন : খরা পরিস্থিতিতে পুরুলিয়ার কৃষকরা যাতে শস্যবিমার সুযোগ পান, সেজন্য উদ্যোগী হচ্ছে তৃণমূল কংগ্রেস। জেলার প্রতিটি গ্রামে কর্মীরা কৃষকদের ফর্ম পূরণে সহায়তা করছেন বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। নিয়মমতো আমনের মরশুমে বৃষ্টির ঘাটতির জন্য ধান রোয়া না হলে কৃষকেরা বিমা থেকে ক্ষতিপূরণ পান, বিঘা প্রতি গড় উৎপাদনের ২৫ শতাংশ।

আরও পড়ুন-জগদ্দলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি

জেলায় ট্যাবলোর মাধ্যমে বিষয়টি জানিয়ে দিচ্ছে প্রশাসন। সঙ্গে কৃষি দফতর আবেদনপত্রও দিচ্ছে। কৃষি দফতর জানিয়েছে, এগ্রিকালচার ইনসিওরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া নামের বিমা সংস্থা শস্যবিমার ক্ষতিপূরণ দেবে। সৌমেন বলেন, ফর্ম পেলেও অনেক কৃষক বুঝতে পারেন না কীভাবে পূরণ করবেন। সঙ্গে কী কী নথি দিতে হবে। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে তাঁদের সহযোগিতা করা হচ্ছে। কিন্তু অনেকে সেখানে যাচ্ছেন না। তাই দলের কর্মীরা কৃষকদের সাহায্য করছেন।

Latest article