নয়াদিল্লি : নতুন সংসদ (Parliament) ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীকে দিয়ে করানোর সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লা এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে চিঠি দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল । তাঁর কথায়, সংসদের সর্বোচ্চস্থানে রয়েছেন রাষ্ট্রপতি। তাই আগামী ২৮ মে রাষ্ট্রপতিকে দিয়েই নতুন সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত। সেটাই দেশের পক্ষে গর্বের হবে।
চিঠিতে সাকেতের বক্তব্য, রাষ্ট্রপতি সংসদের সর্বোচ্চ পদাধিকারী। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হয়। এ-ছাড়া দেশের বর্তমান রাষ্ট্রপতি একজন মহিলা এবং আদিবাসী সম্প্রদায়ের। ফলে তাঁকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করালে দেশের গণতন্ত্রের মহিমা বৃদ্ধি পাবে।
এদিকে প্রধানমন্ত্রীকে দিয়ে সংসদ ভবনের (Parliament) উদ্বোধন করানোর সিদ্ধান্তে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের তোপ, মনে হচ্ছে মোদি সরকার শুধু নির্বাচনী কারণেই দলিত ও উপজাতি সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও নতুন সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
আরও পড়ুন: এলআইসি বিক্রির প্রতিবাদে তৃণমূল