বঙ্গ

গদ্দারের বক্তব্য অভিযোগযোগ্য অপরাধ! নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ৩ দফা দাবি তৃণমূলের

দিল্লিতে দাঁড়িয়ে বিজেপির নেতারা গণতন্ত্র বলে গলা ফাটায়, এই গেরুয়া শিবিরই বাংলায় গণতন্ত্রকে হুমকি দেয়। ছিঃ বিজেপি ছিঃ। গদ্দার অধিকারী বাংলার বুথ লেভেল আধিকারিকদের হুমকি দিয়েছেন যে, তাঁর নির্দেশ না মানলে জেলে যেতে হবে। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস (TMC)।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে গদ্দার BLO-দের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এই হুমকি শুধুমাত্র কথার কথা নয়, এটি সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং সরকারি কর্মীদের উপর সরাসরি আঘাত। তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে কমিশনে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, “শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন, ‘বিহারে যেমন বহু বিএলও জেলে গিয়েছেন, তেমনই বাংলায়ও যেতে হবে। আমরা এমন নথি দেব, যাতে আপনাদের জেলে যেতে হয়।’

আরও পড়ুন- শিল্প ও লগ্নি বাড়াতে ১৮ ডিসেম্বর রাজ্যে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

তৃণমূলের অভিযোগ, SIR প্রক্রিয়া ঘোষণার পর এমন হুমকি “ইচ্ছাকৃত রাজনৈতিক ভয় দেখানো” এবং “নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস।” পাশাপাশি অভিযোগপত্র বলা হয়েছে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি সরকারি কর্মীদের জেলে পাঠানোর হুমকি দেন, তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। একই সঙ্গে তৃণমূলের অভিযোগ পত্রে জানানো হয়েছে তিন দফা দাবিও।

প্রথম, গদ্দার অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক।
দ্বিতীয়, সমস্ত বুথ লেভেল আধিকারিক ও নির্বাচনকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে নির্দেশ জারি করা হোক।
তৃতীয়, নির্বাচন কমিশন যেন সর্বসমক্ষে ঘোষণা করে, কোনও রাজনৈতিক নেতা বা দল নির্বাচনী কর্মীদের ভয় দেখালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমূলের সাফ কথা, গদ্দারের কথা অভিযোগযোগ্য অপরাধ হিসেবে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারা অনুযায়ী ক্রিমিনাল ইনটিমিডেশন-এর আওতায় পড়ে। বাংলা ভোট প্রক্রিয়া যাতে কোনও রাজনৈতিক দলের ভয় বা প্রলোভনে প্রভাবিত না হয়, এই কারণে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 minute ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

14 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

19 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

28 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago