কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৫ প্রশ্ন TMCP-র

Must read

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দেকে ৫টি প্রশ্ন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা (Sudip Raha)।

সোশ্যাল মিডিয়ায় সুদীপ (Sudip Raha) লিখেছেন,”সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করার জ্ঞান দিয়েছেন শুনলাম।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের অটোনমি নিয়ে লম্বা-চওড়া বাণী সম্প্রচার করে প্রচারমাধ্যমে আসার আগে উপাচার্য যদি নিজের রাজধর্ম পালনে সক্ষম হতেন, তাহলে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন-
১.আড়াই মাসের ব্যবধানে সেমিস্টার পরীক্ষা কেন?
২.এখন তো আর কোভিড পরিস্থিতি চলছে না তাহলে সেমেস্টারের ক্লাস অনলাইনে হল কেন?
৩.বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা সিলেবাস শেষ করানোর দায়িত্ব নিলেন না কেন?
৪. ৬ষ্ঠ সেমেস্টারের রেজাল্ট এখনও প্রকাশ করা হল না কেন?
৫. ফাইনাল সেমেস্টারের রেজাল্ট না বেরোনোয় ছাত্রছাত্রীরা কেন্দ্র বা রাজ্য সরকারের পরীক্ষায় বসতে পারছে না, এর দায় কার?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিটি মন্তব্য রাজনৈতিক টিপ্পনির সামিল। এটা কি উপাচার্যের রাজধর্ম হওয়া উচিত?”

আরও পড়ুন-যাঁরা ট্রাম্পের পাশে ছবি তুলেছে, তাঁরা জবাব দিক: মার্কিন শুল্ক নিয়ে তোপ অভিষেকের

Latest article