প্রতিবেদন : ভুয়ো ছবি প্রচার করে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছেন বিজেপির ট্রেনি রাজ্য সভাপতি! বিজেপি রাজ্যগুলিতে হওয়া জলন্ত অশান্তির ছবি দেখিয়ে বাংলার বদনাম করতে চাইছেন তিনি। তৃণমূল সেই চক্রান্ত ধরে ফেলতেই এক্স মাধ্যম থেকে সেই পোস্ট মুছে দিয়েও পালানোর পথ খুঁজছেন সুকান্ত! তাই রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে জেলায় জেলায় সুকান্ত মজুমদারের নামে মামলা করল তৃণমূল ছাত্র পরিষদ। দার্জিলিং থেকে দক্ষিণ ২৪ পরগনা, এখনও পর্যন্ত ১৫টি এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানায়। সমাজমাধ্যমে ভুয়ো ছবি ও খবর ছড়িয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার অভিযোগে নদিয়ার কল্যাণী থানা ও রানাঘাট সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু হয়েছে।
আরও পড়ুন-৮টি প্রতিষ্ঠানের শীর্ষপদেই স্থায়ী নিয়োগ হয়নি, মোদি জমানায় শিক্ষা-সংকট
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ঢোলা, নামখানা ও এইচপি কোস্টাল থানায় মামলা হয়েছে। মুর্শিদাবাদের পরিবেশে আরও উস্কানি দেওয়ার অভিযোগ সুকান্তর নামে মামলা হয়েছে মালদহের ইংরেজবাজার থানা, ঘাটালের আনন্দপুর ও দাসপুর থানা পূর্ব বর্ধমানের বর্ধমান সদর থানায়। কাঁথির রামনগর থানা ও তমলুকের কোলাঘাট জানাতেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও মধ্যমগ্রাম থানা ও হাওড়া সদরের জগৎবল্লভপুর থানায় এফআইআর রুজু করা হয়েছে। কলকাতার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির মূল লক্ষ্যই হল ফেক নিউজ ছড়িয়ে বাংলাকে অশান্ত করা, বাংলায় হিংসা ছড়ানো। আমরা সেই চক্রান্ত ধরে ফেলেছি। কিন্তু একজন রাজ্য সভাপতি হয়ে সুকান্তবাবু কীভাবে এরকম ভুয়ো খবর ছড়ান, সেটা আমাদের প্রথম প্রশ্ন। যারা যারা বাংলার পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবে, তৃণমূল ছাত্র পরিষদ তার বিরুদ্ধে লড়বে। আগামীতেও যদি সুকান্ত মজুমদার নোংরা রাজনীতি করার চেষ্টা করেন, আমরা আইনি পথে অ্যাকশন নেব। এফআইআর রুজুর পাশাপাশি সুকান্ত মজুমদারের গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল ছাত্র পরিষদ।