আঠাশে টিএমসিপির জমায়েত কাঁথি, খেজুরি, মুগবেড়িয়া কলেজে প্রস্তুতিসভা

ছাত্র সমাজই দেখাবে আগামীর পথ। বাংলার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।

Must read

সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : ছাত্র সমাজই দেখাবে আগামীর পথ। বাংলার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। এই স্লোগান নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ২৮ অগাস্ট ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠাদিবসের সমাবেশকে সফল করার লক্ষ্যে জেলাজুড়ে প্রস্তুতিসভা হল শনিবার। দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা ও পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

আরও পড়ুন-পাশে বজরং-সাক্ষী-সহ অনেকেই, বিমানবন্দরে মানুষের ঢল

এছাড়াও ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর ও কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি বিকাশচন্দ্র বেজ, তমালতরু দাস মহাপাত্র, দেবাশিস ভুঁইয়া ও অন্যরা। শনিবার খেজুরি কলেজ ও মুগবেড়িয়া কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতিসভা। সেখানে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি রাজন্যা হালদার, কাঁথি সাংগঠনিক জেলা টিএমসিপি সভাপতি শতদল বেরা, সহ-সভাপতি শৈবাল সাউ, খেজুরি কলেজের নেতৃত্ব সন্দীপ দাস, শুভরাজ নায়ক, মুগবেড়িয়া কলেজের নেতৃত্ব উদিতনারায়ণ মণ্ডল, দেবব্রত প্রধান প্রমুখ।

Latest article