কলকাতায় তিনটি গার্লস কলেজে ইউনিট খুললো TMCP

Must read

কলকাতার আরও তিনটি কলেজে ইউনিট করল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (TMCP)। দীর্ঘদিন ধরে এই কলেজগুলির পড়ুয়াদের ইউনিট খোলার জন্য আবেদন ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নেতৃত্বের কাছে। সেইমতো গত পয়লা জানুয়ারি, তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসের দিন যোগমায়াদেবী, শিবনাথ শাস্ত্রী এবং সাউথ ক্যালকাটা গার্লস কলেজ ইউনিট খোলে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। এই তিনটি কলেজে দক্ষিণ কলকাতার। এবং প্রতিটি কলেজ-ই গার্লস।

আরও পড়ুন: এবার রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: স্বাস্থ্য ভবন

দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে ইউনিট খোলা হয় এই তিনটি কলেজে। এ প্রসঙ্গে ছাত্রনেতা সার্থক বলেন, “এই তিনটি কলেজ এতদিন পর্যন্ত আমাদের কোনও ইউনিট ছিল না। কিন্তু এখানকার ছাত্রীরা বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে ইউনিট খোলার আবেদন জানান। পড়ুয়াদের স্বার্থে শীর্ষ নেতৃত্বের অনুমতিতে ইউনিট খেলা হয় এই তিনটি কলেজে। করোনা মহামারীর জন্য এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। তাই অধ্যক্ষের কাছে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি গিয়ে আবেদন জমা করেন। সেইমতো ইউনিট খোলা হয়। আগামিদিনে যখন কলেজগুলি খুলবে, তখন সেখানে পড়ুয়াদের স্বার্থে কাজ করবে তৃণমূল ছাত্র পরিষদ।”

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার ছাত্রী সমাজ আজ রাজনীতিতে অনুপ্রাণিত। এই তিনটি গার্লস কলেজে ইউনিট করার মাধ্যমেই তা প্রমাণ হয়ে গেল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছাত্র রাজনীতি করেই উঠে এসেছিলেন। মহামারির জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি এখন বন্ধ। যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে গোটা বাংলা জুড়ে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালযয়ে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র স্বার্থ কাজ করবে।”

Latest article