বৈষম্যের রাজনীতি বাংলায় মানব না, রাজ্য জুড়ে ছাত্র-যুব মিছিল

Must read

প্রতিবেদন : বৈষম্যের রাজনীতি বাংলায় মানব না। এই দাবিতে পথে নামল বাংলার ছাত্র-যুবরা। শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ, প্রতিবাদে উত্তাল হল বাংলা। মিছিল থেকে খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে গদ্দারের বিরুদ্ধে উঠল স্লোগান। কলকাতার পাশাপাশি আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়িতেও এদিন মিছিল করল তৃণমূলের ছাত্র-যুবরা (TMCP)। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল শুরু হয় বিকেল চারটেয়। কয়েক হাজার ছাত্র-যুবদের মিছিলে হাঁটেন বিধায়ক দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সার্থক বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক চক্রবর্তী, রাজন্যা হালদার-সহ দলের প্রথম সারির ছাত্র-যুব নেতৃত্ব। হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে সন্ত কুটিয়া গুরুদ্বারে গিয়ে শেষ হয়। এর পাশাপাশি দুর্গাপুরের ট্রাঙ্ক রোড থেকে কাইজার লেন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, জেলার যুব তৃণমূল সভাপতি পার্থ দেয়াশি, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুর্গাপুর মহাবিদ্যালয় ও আইটিআইয়ের পড়ুয়ারা। আসানসোলে তৃণমূলের প্রতিবাদ মিছিলে হাঁটলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক। গোধূলি মোড় থেকে মিছিল শুরু করে আসানসোল বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। মলয় ঘটক ছাড়াও মিছিলে ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং, পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, গুরুদাস চট্টোপাধ্যায়-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিলে শিখ সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে পা মেলাতে দেখা যায়। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এদিন আরও একটি ধিক্কার মিছিল আয়োজন করা হয়। মিছিলের সামনে ছিলেন শিখ সম্প্রদায়ের অনেক মানুষ। তাঁদের সঙ্গে মিছিলে হাঁটেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও জেলা যুব সভাপতি নির্ণয় রায় প্রমুখ। বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড হয়ে সেবক রোড ধরে এয়া র ভিউ মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।

আরও পড়ুন- ফের রাজ্যকে কেন্দ্রের স্বীকৃতি

Latest article