২৮ অগাস্ট প্রতিষ্ঠা দিবস উদযাপনে একাধিক পরিকল্পনা, পোস্টার রিলিজ করল টিএমসিপি

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, অতীত দিনের ছাত্রনেতা তথা তৃণমূল বিধায়ক অশোক দেব-সহ টিএমসিপির নেতা, কর্মীরা।

Must read

প্রতিবেদন: ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির (TMCP) প্রতিষ্ঠাদিবস। এই উপলক্ষ্যে ওই দিন একাধিক কর্মসূচি নিয়েছে তাঁরা। রাজ্য জুড়ে চলছে প্রচার। এই প্রচারের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সংগঠনের তরফে আনুষ্ঠানিক ভাবে একটি পোস্টার রিলিজ করা হল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এই পোস্টার। এদিন ময়দানে গান্ধিমূর্তির পাদদেশে এক অনুষ্ঠানে এই পোস্টার প্রকাশ করা হয়।

আরও পড়ুন-বাংলাদেশে নিষিদ্ধ হল জামাত, কোটা আন্দোলনে হিংসা

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, অতীত দিনের ছাত্রনেতা তথা তৃণমূল বিধায়ক অশোক দেব-সহ টিএমসিপির নেতা, কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তৃণাঙ্কুর ভট্টাচার্য ও অশোক দেব। দু’জনেই ওই দিনটিকে সফল ভাবে উদযাপন করতে গোটা রাজ্যের ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। টিএমসিপির এই পোস্টার এরই মধ্যে নজর কাড়ছে রাজ্যের ছাত্র-যুবদের। প্রতিষ্ঠাদিবসকে সাফল্যের সঙ্গে উদযাপন করতে কোমর বেধে নেমেছে রাজ্য টিএমসিপি নেতৃত্ব। হাতে আর ১ মাসও নেই। এর আগে রবিবার ২৮ জুলাই থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তাঁদের প্রচার কর্মসূচি। সোশ্যাল মিডিয়ার বাইরেও চলছে প্রচার। প্রচারে এবার থাকছে গানও। সবমিলিয়ে প্রতিষ্ঠাদিবসকে সফল করতে কিছুই বাদ দিচ্ছেন না সংগঠনের নেতৃবৃন্দ।

Latest article