সো যা নেহিতো ECI আ জায়গা, SIR নিয়ে তুলোধনা তৃণমূলের

Must read

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারকে ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের (TMC) সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। চন্দ্রিমা বলেন,”এসআইআর আতঙ্ক কারা তৈরি করছে? এতবার করে নাগরিকরা ভোট দিয়েছেন এরপর এখন আবার তাঁরা যে এখানকার নাগরিক তাঁদের আবার প্রমাণ দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে নির্বাচন কমিশন নাগরিকত্বের পরিচয় নেওয়ার কোনও লোক নয়। কিন্তু তাকে তথ্য দেখাতে হবে, ডাকলে যেতে হবে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের।”

আরও পড়ুন- চলন্ত ট্রেনে পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কনস্টেবল

জয়প্রকাশ মজুমদার তোপ দেগে বলেন,”স্বাধীনতার পরে ৭৭ বছর চলে গিয়েছে। ভারতের গণতন্ত্র শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়েছে। বহু দলীয় গণতন্ত্রের দেশ আমাদের। কিন্তু এটা দেখা যাচ্ছে যে, নির্বাচন কমিশন এখন ভিলেনে পরিণত হচ্ছে। অপরিকল্পিত এবং প্রস্তুতিহীন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কাকে কখন ডাকবে, চিঠি দিয়ে ডাকবে, সেই চিঠি কখন পৌঁছবে? এ নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন। শোনা গেল, দুই ছেলেকে নোটিশ পাঠানো হয়েছিল সেই চিন্তায় আরও একজন মারা গিয়েছেন। এই মৃত্যু মিছিলও চলছে। এখন ব্যাপারটা এরকম যে, সো যা নেহিতো ইসিআই আ জায়গা। আমরা কোনও দিনও চাইনি ইলেকশন কমিশন মানুষের কাছে ত্রাস হয়ে উঠুক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে যাতে বৈধ ভোটারের নাম না বাদ দিতে পারে নির্বাচন কমিশন। “

Latest article