মণীশ কীর্তনীয়া : মাতঙ্গিনী হাজরা অসমের। বেমালুম ইতিহাস গুলিয়ে দিলেন নরেন্দ্র মোদি। বিদ্বজ্জনেরা বললেন, ইতিহাস সম্পর্কে না জানলে যা হবার তাই হয়েছে। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রীর মুখে মাতঙ্গিনী হাজরা অসমের, একথা শুনে বিস্মিত বাংলার বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী হয়ে তিনি তথ্যের ইতিহাসের এত বড় ভুল কি করে করলেন সেটাই হতবাক করেছে সবাইকে।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। পূর্ব মেদিনীপুরের সেই অগ্নিকন্যার জন্মস্থান সম্পর্কে এত বড় ঐতিহাসিক ভূল তাও আবার দেশের প্রধানমন্ত্রীর মুখে বিস্ময়ে হতবাক গোটা বাংলা। বিশিষ্ট লেখক এবং পৌরাণিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন নরেন্দ্র মোদি বাংলা কেন গুজরাট সম্পর্কে কিছু জানেন না।
দেশের ইতিহাস সম্পর্কে তার কোন ধ্যান ধারণা নেই। আবার অনেকেই বলছেন এখানে ছোটখাট ভুল। ভুল তো ভুলই। আসলে দেশের প্রধানমন্ত্রী কোন খবর রাখেন না যা মনে হয় তাই বলে বসেন। এক্ষেত্রে বাংলার অপমান তো হইয়েছে । এধরনের অপমান তিনি আগেও করেছেন তার দল করেছেন। সংসদ জহর সরকার বললেন, কোন খবর না রেখে না জেনে বললে যা হওয়ার তাই হয়েছে।
নরেন্দ্র মোদী এবং তার দলের লোকেদের একটা ইতিহাস শিক্ষার প্রয়োজন রয়েছে। তা না হলে এ রকমই হবে বারবার। বিদ্বজ্জনেরা বলছেন, দেশের ইতিহাস বদলাতে গিয়ে আসল ইতিহাসটাই মনে রাখতে পারছেন না মোদি এবং তার দল বিজেপি।