প্রতিবেদন : আয় বাড়াতে সম্প্রতি একাধিক সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (KMC)। বিভিন্ন পুর এলাকায় জোর দেওয়া হয়েছে সম্পত্তিকর আদায়ে। কিন্তু শুধু সম্পত্তিকর আদায়, লাইসেন্স ও মিউটেশন-সহ বিল্ডিং বিভাগের অন্যান্য আয়ের উপর আর ভরসা না করে এবার রোজগারের নয়া পরিকল্পনা করছে পুরসভা। মহানাগরিক ফিরহাদ হাকিমের নির্দেশে এবার পুরসভার অধীনস্থ বিভিন্ন ভবনের বাড়তি অব্যবহৃত অংশ বেসরকারি বহুজাতিক সংস্থাকে ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষের পুর-বাজেটে এই পরিকল্পনা পেশ করা হবে বলে পুরসভা সূত্রে খবর। চলতি অর্থবর্ষ থেকেই বন্ড ছেড়ে বাজার থেকে টাকা তোলা শুরু করেছে পুরসভা। তবে নির্দিষ্ট সময় পর ক্রেতাদের সেই টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। আর তার জন্য চাই প্রচুর টাকা। তাই বাড়তি আয় করতে নিউমার্কেট, এন্টালি, সন্তোষপুরের মতো মধ্য ও দক্ষিণের বহু পুরনো বাজারগুলির উপর নজর দিয়েছে পুরসভা (KMC)। কেএমসির অধীনস্থ এই শোচনীয় বাজারগুলিকে সংস্কার করে তৈরি হবে বহুতল মার্কেট কমপ্লেক্স। বাজারগুলির দীর্ঘদিনের ব্যবসায়ীদের জায়গা দিয়ে অবশিষ্ট ফ্লোর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়ায় দেওয়া হবে। এছাড়াও কলকাতা পুরসভার বিপরীতে নির্মীয়মাণ নতুন ভবনের অতিরিক্ত অংশ বিভিন্ন বেসরকারি বিপণি সংস্থাকে ভাড়া দেওয়া হবে। এই নিয়ে মেয়রের নির্দেশে তৎপর বিভিন্ন দফতরের আধিকারিকরা বৈঠকও করেছেন।
আরও পড়ুন- রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে রূপায়ণে বিশেষ সাফল্য, রাজ্যকে ইনসেনটিভ কেন্দ্রের