সংবাদদাতা, রায়গঞ্জ : পঞ্চায়েত নির্বাচনের আগে শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) হাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে শতাধিক কর্মী-সমর্থক যোগ দিল তৃণমূল কংগ্রেসে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বিভিন্ন জায়গায় চলছে দলবদল কর্মসূচি। অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে দলে দলে সকলে তৃণমূল কংগ্রেস (TMC) দলে শামিল হচ্ছেন। রবিবার একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জ ব্লকের বীরঘই অঞ্চলে। এই অঞ্চলে এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মিসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায় সহ অন্যরা। এই মঞ্চেই প্রায় শতাধিক কর্মী বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘যারা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্ধুদ্ধ হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন আমরা তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকলের একজোট হয়ে আগামী নির্বাচনে লড়তে হবে। তারজন্য এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে হবে।”
আরও পড়ুন: সরকারি জমি দখল করে বাড়ি কংগ্রেস নেতার