সুমন করাতি, হুগলি: একুশে ফেব্রুয়ারি ওপার বাংলার ভাষা শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এপার বাংলার ঐতিহাসিক শহর চন্দননগর থেকে সাইক্লিস্টদের একটি দল ঢাকার উদ্দেশে রওনা দিল। আপামর বাঙালি ওইদিন মাতৃভাষা আন্দোলনের শহিদদের প্রতি তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একদল দামাল প্রতিবাদী মানুষ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বর্বর পাকিস্তানি সেনাদের তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, ১১ শহিদের রক্তে ভেসে গিয়েছিল ঢাকার রাজপথ।
আরও পড়ুন-যোগীরাজ্যে উচ্ছেদের সময় পুড়ে মৃত্যু মা ও মেয়ের, অভিযোগের তির পুলিশের দিকে
শেষ পর্য়ন্ত দীর্ঘ প্রাণপণ লড়াইয়ের পর জয় হয় বাংলার, বাঙালির। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নিতে বাধ্য হয় তদানীন্তন পাকিস্তান সরকার। পরবর্তীকালে এই দিনটি সারা পৃথিবী জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন একুশে জুলাই তাঁরা প্রণাম জানান ভাষা শহিদদের উদ্দেশে। এবার ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে মঙ্গলবার চন্দননগরের একদল যুবক-যুবতী ঢাকার উদ্দেশে রওনা দিলেন। সকালে চন্দননগর স্ট্রান্ড থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে তাঁরা সাইকেলে রওনা দেন ঢাকার পথে। পাঁচদিন সাইকেল চালিয়ে রানাঘাট-গেদে-চুয়াডাঙা হয়ে ঢুকবেন বাংলাদেশ, সেখানে কুষ্টিয়ার পাবনা-কাশীনাথপুর-মানিকগঞ্জ হয়ে পৌঁছবেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। যাত্রা শুরুর মুহূর্তে চন্দননগরবাসী অভিযাত্রীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।